বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

জবির ছাত্রকল্যাণের নতুন পরিচালক আইনুল, গবেষণায় পরিমল

মাহির আমির মিলন জবি প্রতিবেদক।

প্রকাশিত : ১০:১৭ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রোববার

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) ছাত্রকল্যাণ দপ্তরের নতুন পরিচালক হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে এবং গবেষণা পরিচালক হিসাবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.পরিমল বালাকে নিযুক্ত করা হয়েছে।

রবিবার (৫ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত দুটি আলাদা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও পরিচালক 'ছাত্রকল্যাণ' ড. মোহাম্মদ আব্দুল বাকী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে যোগদান করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৪ ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলামকে পরিচালক 'ছাত্রকল্যাণ' হিসেবে নিযুক্ত করা হল।

অন্যদিকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ-এর পরিচালক 'গবেষণা' হিসেবে নিযুক্তির মেয়াদ ৩১ আগস্ট পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১২ ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালাকে পরিচালক 'গবেষণা'হিসেবে নিযুক্ত করা হল।

অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ। ইনস্টিটিউটের বর্তমান পরিচালক মনিরা জাহান ছুটিতে বিদেশে অবস্থান করায় - এই আদেশ দেয়া হয়েছে।