মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

কিউইদের টানা দ্বিতীয় ম্যাচে হারাল বাংলাদেশ

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে গতমাসেই। এবার অজিদের প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডকেও সেভাবেই আতিথেয়তা দিচ্ছে বাংলাদেশ। কিউইরা পাঁচ ম্যাচের সিরিজ খেলতে এসে প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ নিয়েছে।

প্রথম ম্যাচে মাত্র ৬০ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হারের পর আজ দ্বিতীয় ম্যাচেও হেরেছে। আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ৬ উইকেটে ১৪১ রান। জবাবে ব্যাট করতে নেমে কিউইরা আটকে যায় ১৩৭ রানে।


৪ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ- ২০ ওভারে ১৪১/৬

ব্যাটিং- নাঈম(৩৯), লিটন(৩৩), মুশফিক(০), সাকিব(১২), আফিফ(৩), মাহমুদউল্লাহ(৩৭)*, সোহান(১৩)।

নিউজিল্যান্ড- ২০ ওভারে ১৩৭/৫

ব্যাটিং- টম ব্লানডেল(৬), রাচিন রবীন্দ্র (১০), উইল ইয়ং(২২), কলিন ডি গ্র্যান্ডহোম (৮), হেনরি নিকোলস(৬), ল্যাথাম(৬৭)*, ম্যাককনকি(১৫)*।