বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমি ভবন উদ্বোধন

গাজিপুর প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

গাজীপুর টংগীর মেল গেইট এলাকায় কাদেরিয়া টেক্সটাইল মিলস অাদর্শ উচ্চ বিদ্যালয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমি ভবন উদ্বোধন করা হয়। ১ তারিখ বুধবার দুপুরে গাজীপুর ২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি উক্ত একাডেমি ভবন টি উদ্বোধন করেন।


উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর তারিক কায়সার (পিএসসি (অবঃ), এভিপি এফেয়ার্স, ওরিয়ন গ্রুপ),  নাসির উদ্দিন মোল্লা,  (কাউন্সিলর ৫৪ নং ওয়ার্ড), সভাপতিত্ব করেন মোঃ জিয়ারুল হক ( প্রধান শিহ্মক, কাকাদেরিয়া টেক্সটাইল মিলস অাদর্শ উচ্চ বিদ্যালয়ে), আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, মহানগর যুবলীগ নেতা বিল্লাল মোল্লা টংগী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ কাজী মঞ্জু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির বাপ্পি এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মী।