টঙ্গীতে ভাঙ্গারাস্তা সংস্কার করলো ছাত্রলীগ
আরিফ চৌধুরী গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৭:১৯ পিএম, ১ সেপ্টেম্বর ২০২১ বুধবার
গাজীপুরের টঙ্গীতে ভোগান্তির অপর নাম টঙ্গী পূর্ব থানা সংলগ্ন সড়ক। টঙ্গী পূর্ব থানার সংলগ্ন পিছনের এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকের চলাচল। গাজীপুর এবং টঙ্গীতে প্রবেশ/বাহিরের অন্যতম এই সড়কটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছিলো পথচারীদের।
এই দুর্ভোগের কথা বিবেচনা করে গাজীপুর মহানগরীর ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ নিরব ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন কবির বাপ্পির নেতৃত্বে একদল নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে রাস্তাটির সংস্কার কাজ করে রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলে।
রাস্তাটি চলাচলের উপযোগী হয়ে উঠায় খুশি চলাচলরত পথচারী ও স্থানীয় লোকজন।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন কবির বাপ্পি বলেন, দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংষ্কারের অভাবে দূর্ভোগ পোহাচ্ছিলো হাজার হাজার পথচারীরা। গাজীপুর সিটি মেয়রের একাধিকবার দৃষ্টি আকর্ষণ করেও কোন সমাধান না পেয়ে আমরা নিজেদের উদ্যোগেই রাস্তার সংষ্কারের কাজ করেছি।
৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ নিরব বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, গাজীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল (এম'পি) এর নির্দেশনায় ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগ, কৃষকলীগ ও স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে সেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করতে সক্ষম হয়েছি। মূলত সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই কাজ করছি। এ ধরনের সামাজিক ও জনদূর্ভোগ কাজে আমরা ছাত্রলীগ বদ্ধপরিকর।
রাস্তাটির সংস্কার কাজে আরোও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন কবির বাপ্পি, ৫৫নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সুমন আহমেদ, ছাত্রলীগের সহ সভাপতি রাকিব হোসেন, সৈয়দ নিরব, আব্দুল মালেক, জুয়েল, হৃদয় প্রমুখ।