সহিদ বীজ ভান্ডারের ভূল বীজে ধান ফলবে না ২৫ বিঘা জমিতে
মেহেদী হাসান, ঝিনাইদহ
প্রকাশিত : ০৫:১২ পিএম, ৩১ আগস্ট ২০২১ মঙ্গলবার

ঝিনাইদহের হরিণাকুন্ডুুতে বাড়তি ফলনের আশায় নতুন জাতের ধানের আবাদ করতে গিয়ে মাথায় হাত ৯ কৃষকের। এই মৌসুমে ধান ফলবে না তাদের ২৫ বিঘা জমিতে। উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিম গ্রামের ৯ কৃষক সিলেক্ট স্বর্ণ জাতের ধান আবাদের আশায় ধরা খেয়েছেন। জানাগেছে, আমন মৌসুমে ভালো ফলনের আশায় জনাব আলী ঝিনাইদহ শহরের সহিদ বীজ ভাণ্ডার থেকে সিলেক্ট স্বর্ণ জাতের ধানের বীজ কিনেন। বীজতলায় চারা উৎপাদন করে ৬ বিঘা জমিতে রোপণ করেন সেই চারা। কৃষক জনাব আলী ঐ গ্রামের আজিজার মন্ডলের ছেলে। অধিক লাভের আশায় এই গ্রামের মৃত গারিশ আলী মন্ডলের আজিজার মন্ডল ৪ বিঘা জমিতে,মোন্তাজ আলী খাঁর ছেলে নাজির আলী খাঁ ২ বিঘা,মৃত আতর আলীর ছেলে রহিম মন্ডল ২০ শতক,হার“নের ছেলে আকাশ ২ বিঘা,জাকিরের ছেলে সজল ২ বিঘা এবং সাদেক মন্ডলের ছেলে আতিয়ার মন্ডল ৫ বিঘা জমিতে সিলেক্ট স্বর্ণ মনে করে সহিদ বীজ ভাণ্ডার থেকে বীজ কিনে চারা তৈরি করে রোপণ করেন। ঐ গ্রামের মজিবার মন্ডলের ছেলে শরিফুল ৪ বিঘা জমিতে এই চারা রোপণ করে বেগতিক দেখে মই দিয়ে অন্য জাতের চারা রোপণ করেছেন।এই গ্রামের কৃষক জমির আলী একই মাঠে হাসান বীজ ভাণ্ডার থেকে বীজ নিয়ে এসে চারা তৈরি করে তার জমিতে রোপণ করেছেন। তার ধান ক্ষেত সুন্দরভাবেই রয়েছে। কিন্তু জনাব আলীদের ক্ষেতে চারা রোপণ করেছেন ১ মাস। এর মধ্যে ধানে ফুল আসা শুর“ করেছে। ধানের গাছের উচ্চতা হয়েছে ১ ফুটের মত।এই কৃষকরা জমি তৈরি,পরিচর্যা ও চারা তৈরিতে বিঘা প্রতি সাড়ে ৫ হাজার টাকা খরচ করেছেন। ভালো ধান উৎপাদন তো দুরের কথা গর“র খাবার হিসাবে বিচালিও হবে না বলে আশঙ্কা করছেন এই কৃষকরা। এই বিষয়ে হরিণাকুণ্ডুর চাঁদপুর ইউনিয়ন কৃষি উপ সহকারী কর্মকর্তা রামেন্দ্র“ জানান,সিলেক্ট স্বর্ণ জাতের ধানের জাত সরকার অনুমোদিত নয়। বেশি লাভের আশায় এই কৃষকরা এই ধান চাষ করতে চেয়েছিলেন। তিনি নষ্ট ক্ষেত পরিদর্শন করেছেন বলে জানান। সহিদ বীজ ভাণ্ডারের স্বত্বাধিকারী সহিদুল ইসলাম জানান,তিনি এই কৃষকদের কাছে সিলেক্ট স্বর্ণ জাতের ধানের বীজ বিক্রি করেন নি। তিনি স্বর্ণ-৫(ব্রি-৯৩) জাতের বীজ বিক্রি করেছেন। কৃষকরা তার কাছে ছোটনায় জাতের বীজ চেয়েছিল তিনি এই বীজ দিয়েছেন। তিনি বলেন, এই কৃষকরা বীজতলাতে চারার বেশি বয়স খাইয়ে ফেলেছেন। যার কারণে রোপণের পর এই রকম হয়েছে। মূলত এই চারার বয়স ২ মাসের বেশি হয়ে গেছে। যার কারণে ফুল আসছে। এই সমস্যা দেখা দেওয়ার প্রথম পর্যায়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সঠিক সমাধান দিতাম। আমরা এই বিষয়ে লিখিতভাবে কৃষি অফিসকে জবাব দিয়েছি।সরকার অনুমোদিত নয় এই বীজ বিক্রয় বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের উপ পরিচালক সুচন্দন মল্ডল বলেন, সরকার অনুমোদিত নয় এমন অনেক জাতের বীজ বিক্রি হয়।আপনি সকল তথ্য সংগ্রহ করেন তাহলে আমার কাছে আর কোন প্রশ্ন থাকবে না। তিনি এখানে ভোক্তা অধিকারের কাজ কি বুঝতে পারছেন না বলে জানান। তবে ভুক্তভোগী কৃষকরা ক্ষতিপূরণ দাবি করেছেন। ব্রি-৯৩ জাতের ধানের জীবনকাল ১৩৪দিন। ২৫-৩০ দিন বয়স হলে চারা রোপণ করতে হয়। রোপণের উপযুক্ত সময় ১০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত।