পাক-ভারত দ্বন্দ্ব নিয়ে যা বলল তালেবান
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৬:০০ পিএম, ৩০ আগস্ট ২০২১ সোমবার
ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ লড়াইয়ে আফগানিস্তানকে টেনে আনা উচিত হবে না বলে মন্তব্য করেছেন তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই। স্টানিকজাই তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্টানিকজাই জানান, প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় তালেবান।
ভারতের বিরুদ্ধে হামলার চালানোর জন্য পাকিস্তানকে তালেবান সাহায্য করতে পারে বলে কয়েকদিন ধরেই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছিল। এ ব্যাপারে স্টানিকজাই বলেন, আমাদের তরফ থেকে এ ধরনের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। আমরা আমাদের সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।
ভারত-পাকিস্তানের মধ্যকার দীর্ঘ রাজনৈতিক ও ভৌগলিক দ্বন্দ্বের ব্যাপারে অবহিত আছেন জানিয়ে তালেবানের এই নেতা বলেন, আমরা আশা করব তারা নিজেদের আন্তঃদ্বন্দ্বে আফগানিস্তানকে ব্যবহার করবে না। তাদের দীর্ঘ সীমানা রয়েছে, তারা নিজেদের মধ্যে সেসব সীমান্তের লড়াই করতে পারে। এ জন্য তাদের আফগানিস্তানকে ব্যবহার করা উচিত হবে না। আমরাও কোনো দেশকে আমাদের ভূমি ব্যবহার করতে দেব না।
এর আগে তালেবান জানিয়েছিল আফগানিস্তানে চলমাল ভারতের প্রকল্প নিয়ে তাদের কোনো সমস্যা নেই।
গত ২০ বছরে আফগানিস্তানের রাস্তা, বাঁধ আর পার্লামেন্ট ভবনসহ বেশকিছু প্রকল্পে কাজ করেছে ভারত। দেশটিতে ভারতের কয়েকটি প্রকল্প চলমানও রয়েছে। এ ব্যাপারে তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন জানিয়েছিলেন, আফগানদের ভালোর জন্যই চলমান প্রকল্পগুলোর কাজ শেষ করতে হবে।