পিকআপকে ট্রেনের ধাক্কা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত : ০৫:১৪ পিএম, ৩০ আগস্ট ২০২১ সোমবার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এয়াকুব নগর এলাকায় এক পিকআপকে ধাক্কা দিয়েছে আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস।
সোমবার (৩০ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপটি ক্ষতিগ্রস্থ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত
গণমাধ্যমকে জানান, ট্রেন আসার মুহূর্তে একটি পিকআপ রেললাইনে ওঠে আসায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সোনারবাংলা ট্রেনের সঙ্গে পিকআপটির ধাক্কা লাগে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে রেলওয়ের পক্ষ থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি নিরাপদে চট্টগ্রামে স্টেশনে পৌঁছেছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান স্নেহাশীষ দাশগুপ্ত ।