বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

নওগাঁয় অনুষ্ঠানিকভাবে মৎস্য সপ্তাহ শুরু

আবু রায়হান রাসেল,নওগাঁ প্রতিনিধি :

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ২৯ আগস্ট ২০২১ রোববার

নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। ”বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” শিরোনামে এই মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। 
রবিবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহাম্মেদ। 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকারের উপ-সচিব উত্তম কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নওগাঁ সদর ফারহানা তাসলিমা, বিশিষ্ট মৎস্যচাষী মোঃ সাইদুর রহমান, মৎস্য চাষী উজ্জল আলম, মৎস্যজীবি প্রতিনিধি মোঃ একশাদ আলী এবং কল্যানী ফিডস মিলের সহকারী জেনারেল ম্যানেজার রাজীব হোসেন। 
পরে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। এ সময় অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহব্যপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।