বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

নীলফামারীতে ৬জন শ্রেষ্ঠ মৎস্য খামারিকে সম্মাননা প্রদান

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৬:০১ পিএম, ২৯ আগস্ট ২০২১ রোববার

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে সপ্তাহ ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রোববার (২৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক ঘোষণা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক)। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, নীলফামারী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শারমিন আখতার, সদর উপজেলা খামার ব্যবস্থাপক মোঃ মাহবুবার রহমান সহ আরো অনেকে। উদ্বোধনের পর মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ ৬জন মৎস্য খামারিকে পুরষ্কার ও সম্মাননা স্বারক প্রদান করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তর সুত্র জানায়, জেলায় ৩৬হাজার ১৫২মেট্রিক টন মাছের চাহিদা হলেও উৎপাদন হচ্ছে ৩০ হাজার মেট্রিক টন। ২০১০সালে ১৯হাজার ৭৫৪মেট্রিক টন উৎপাদন হলেও ২০২১ সালে ৩০ হাজার মেট্রিক টনে উন্নিত হয়েছে। মাছ উৎপাদনে ২৯হাজার ৭২৭টি পুকুর, ৭৪টি বিল, ২০টি নদী, ১৩টি খাল, ৭৯টি প¬াবনভুমি, ৩৭টি জলা ও ১১টি তিস্তা সেচ ক্যানেলের খন্ড রয়েছে। যার পরিমাণ ৪১হাজার ৮০৮ হেক্টর।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান বলেন, মাছের ঘাটতি পূরণে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ, বিল নার্সারী কার্যক্রম, পেনে মাছ চাষ, ধানক্ষেতে মাছ চাষ, গুচ্ছগ্রাম পুকুরে মাছ চাষ, প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছ চাষ, খাঁচায় মাছচাষে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এর আগে গতকাল শনিবার (২৮ আগস্ট) মৎস্য সপ্তাহের কার্যক্রম শুরু হয়। আজ আনুষ্ঠানিকভাবে মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা করা হয়। মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে জেলা ও উপজেলা নানা কার্যক্রম অনুষ্ঠিত হভে। আগামী ৩সেপ্টেম্বর শেষ হবে মৎস্য সপ্তাহ।