গর্বিত আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক - মির্জা আজম
শারমিন আক্তার, জামালপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মির্জা আবুল কাশেম অডিটরিয়ামে শোকাবহ আগস্টের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মির্জা আজম এমপি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আ'লীগ কেন্দ্রীয় কমিটি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট বাকী বিল্লাহ, সভাপতি, বাংলাদেশ আ'লীগ জামালপুর জেলা শাখা।
আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বাংলাদেশ আ'লীগ জামালপুর জেলা শাখা ও চেয়ারম্যান জামালপুর জেলা পরিষদ।
এছাড়াও একাধিক বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার সুদক্ষ মেয়র গোলাম কিবরিয়া কবির এবং জামালপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতাকর্মীদের উপস্থিতিতে অডিটরিয়াম কানায় কানায় পূর্ণ ছিলো।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট বাকী বিল্লাহ বলেন,এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল। তার মধ্যে বেশিরভাগই ধীরে ধীরে অবনতি আসে।এমন কি হিমালয় পর্বতের সাথে তুলনা করে তিনি বলেন হিমালয় পর্বতেরও অবনতি আছে, কিন্তু আমাদের মির্জা আজম যে কিনা প্রতিনিয়ত নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছে। মির্জা আজম আজকে জামালপুর জেলার প্রতিটি মানুষকে মফস্বল এলাকায় থেকেও আধুনিকতার ছোঁয়া উপলব্ধি করার সুযোগ এনে দিয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এমপি বলেন, আমরা গর্বিত আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সহচর,আমরা বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ ভক্ত হয়ে ছিলাম,কাজ করেছি এবং যতদিন নিঃশ্বাস চলবে ততদিন জননেত্রীর পাশে থেকে তার দিকনির্দেশনা অনুসরণ করেই যুগের পর যুগ ধরে এই বাংলার মাটিতে আগস্ট মাসের তাৎপর্য ধরে রেখে যাবো ইনশাআল্লাহ।