শান্তিগঞ্জ উপজেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জামিউল ইসলাম তুরান
প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৬ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে,আইন শৃংখলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীম উদ্দীন শরিফী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক আতাউর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বকর সিদ্দিক প্রমূখ।
উপজেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভায় বক্তারা তাদের বক্তব্যে উপস্থাপন করেন উপজেলার শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজার, ডাবর পয়েন্ট, ছয়হাড়া পয়েন্ট, নোয়াখালী বাজার স্টেন্ডে, বাস-লেগুনা, সিএনজি ও ব্যাটারী চালিত গাড়ীর জানযট, মাদক দ্রব্য সেবন, সরকারী স্থাপনায় ঘর নির্মাণ, উপজেলার বিভিন্ন বাজারে দোকানে বসে বসে মোবাইলে জোয়া খেলা সহ এ সমস্ত বিষয় ব্যাপক আলোচনা করা হয়েছে।
এ সমস্থ বিষয়ে নির্মূল ও আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বক্তারা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও থানা অফিসার ইনচার্জকে অবহিত করেন।