বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

ভালুকায় রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

আশিকুর রহমান শ্রাবণ, ভালুকা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৩ পিএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার

 

ঢাকা- ময়মনসিংহ মহা সড়কের সিডষ্টোর থেকে সখিপুর সিমান্ত পর্যন্ত ২৪ কোটি টাকা ব্যয়ে বহুল প্রতিক্ষিত রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (২৫ আগষ্ট) দুপুরে  উপজেলার কাচিনা ইউনিয়নে ভিত্তি প্রস্তর স্থাপন করেন  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ।
পরে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তেব্য বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন তাই আমি এই ভালুকা উপজেলাকে  বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলায় রোপান্তর করার লক্ষে কাজ করে যাচ্ছি আপনারা পাশে থাকলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার গড়ত দেশরত্ন মাদার অফ হিউমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করে কাজ করে যাব। তিনি বলেন আপনারা জেনে আনন্দিত হবেন যে আমি এই ভালুকা উপজেলার জন্য পানি মন্ত্রনালয় থেকে ৬শত কোটি টাকার বরাদ্দ পেয়েছি । এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হকের সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,
ভাইস চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম পিন্টু,  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী  ভালুকা পৌরসভার মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম , সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকির , এবিএম সিদ্দিক মাস্টার ,  সহ দপ্তর সম্পাদক আফতাব আহমেদ মাহবুব , সম্মানিত সদস্য হাজী আব্দুর রহমান , আফতাব উদ্দিন মোল্লা , পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রশিদ মাস্টার, ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন, ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব
 সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।  এসময় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্ন নেতৃবৃন্দ উপস্থিত ছেলন।