বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে নীলফামারীতে মতবিনিময় সভা

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার

শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় ‘আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে’ শীর্ষক প্রচারাভিযান বিষয়ে অবহিত করা হয়। সভায় ওয়ার্ল্ড ভিশনের নীলফামারী এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার স্বপন মন্ডলের সভাপতিত্বে ও প্রোগাম অফিসার মৈত্রী স্বার্ণালের সঞ্চালনায় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মী অংশ নেয় ।

এ সময় গণমাধ্যম কর্মীরা বলেন, শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে গণমাধ্যম সর্বদা তৎপর এবং সাংবাদিকরা সব সময়ই শিশু সুর¶া বিষয়ক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখতে সোচ্চার। নিজ বাড়িতে, শি¶া প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিশু নির্যাতন বন্ধে প্রচারণার ফলে সৃষ্ট সচেতনতায় শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ হতে পারে। তবে এ¶েত্রে মানুষকে সচেতন করে তোলাটাই হবে মূল কর্মকৌশল।

তারা আশ্বাস দেন, শিশু সুরক্ষা নিশ্চিত করনে সাংবাদিকরা সব ধরনে সহযোগিতা করতে সদা প্রস্তুত রয়েছে।

এসময় শিশুর প্রতি সহিংসতা বন্ধে ও করণীয় হিসেবে নানা বিষয়ে তুলে ধরেন যমুনা টেলিভিশনের আতিয়ার রহমান, প্রথম আলোর আশতাক রহমান, কালের কণ্ঠের ভূবন রায় নিখিল, ইত্তেফাকের শীষ রহমান, দৈনিক বর্র্তমানু ও দ্যা ডেইলি ট্রাইবুনালের নাসির উদ্দিন শাহ্ মিলন সহ অন্যান্যরা। এছাড়া সভায় সভায় ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।