বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

নওগাঁয় বিএমএসএফ এর মানববন্ধন ও প্রতিবাদ সভা আনুষ্ঠিত

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার

নওগাঁয় বিএমএসএফ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে চট্রগ্রামে দায়েরকৃত ৫০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে নওযোয়ান মাঠের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা কমিটির আয়োজনে ঘণ্টা ব্যাপি মানববন্ধনে সভাপতিত্বে করেন বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নওগাঁ জেলা কমিটির সভাপতি, বিজয় টিভির জেলা প্রতিনিধি মোঃ মোফাজ্জল হোসেনে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিএমএসএফ এর নওগাঁ জেলার সহ-সভাপতি সাংবাদিক খোরশেদ আলম, মহাদবেপুর উপজলো প্রেস ক্লাবরে সভাপতি ও বিএমএসএফ এর নওগাঁ জেলার র্কায্যনির্বাহী সদস্য মো: গোলাম রসুল বাবু দৈনিক আমার সংবাদ মহাদবেপুর উপজলো প্রতিনিধি বরুন মজুমদার প্রমূখ। এসময় অন্যান্যর মধ্যে সিএনএন বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি সোহেল রানা, ৭১ নিউজ টিভির জেলা প্রতিনিধি আব্দুল মান্নান, সৃষ্ঠি টিভির জেলা প্রতিনিধি সুবীর দাস, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল হক মিন্টু, দৈনিক বিজনেস বাংলাদেশ জেলা প্রতিনিধি তমাল ভৌমিক, মধুমতি টিভির জেলা প্রতিনিধি সজিব হোসেন, তৌফিক তাপস, সালমান ফার্সী সহ স্থানীয় ব্যক্তি বর্গ এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক গন উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বিএমএসএফ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে চট্রগ্রামে দায়েরকৃত ৫০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানান।