গাজীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
বি এ রায়হান, গাজীপুর
প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার
গাজীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া ও গনভোজের আয়োজন করা হয়েছে।
বুধবার ২৫ আগষ্ট দুপুরে ২৮নং ওয়ার্ড উত্তর ছায়াবিথী এলাকার শ্মশানঘাট মাঠে এই সভা
অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা তরুণ সংঘ গাজীপুর মেট্রো শাখার উদ্যোগে ও বীর মুক্তিযোদ্ধা হায়দার তালুকদার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর ও আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল।
এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মোঃ তানভির অর্ণব, ২৪নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরিফ হোসেন ভুইঁয়া সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মুরব্বীবৃন্ধ।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া, মোনাজাত ও গনভোজের আয়োজন করা হয়।