বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

জহিরকে বাঁচাতে সাহায্য করুন

লাকসাম প্রতিনিধি :

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার

 

কুমিল্লার লাকসাম উপজেলার পৌর শহরের ৮নং ওয়ার্ড গুন্তি গ্রামের জাকির হোসেন শামীম ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে কলকাতা টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের সাথে পাঞ্জা লড়ছে। অতি দ্রুত তার (অ্যালোজেনিক ব্যোনমেরু) প্রতিস্থাপন করানো প্রয়োজন। তার পিতা মোহাম্মদ আলীর কুমিল্লা শিক্ষাবোর্ডের বার্তা বাহক হিসেবে কর্মরত আছেন।
জাকিরকে বাঁচাতে বর্তমানে প্রায় ২২ লক্ষ টাকা প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই সম্ভব নয়। লাকসাম মডেল কলেজের বিজ্ঞান বিভাগের এই মেধাবী ছাত্র টাকার অভাবে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তাই জাকিরের স্বল্প উপার্জনক্ষম পিতা আদরের পুত্রকে বাঁচাতে বাধ্য হয়ে সমাজের বিত্তবান, দানবীর ও সেবকদের নিকট সাহায্যের আকুল আবেদন জানান।    
মোহাম্মদ আলী, সঞ্চয়ী হিসাব নম্বর- AC- ১৩০২১০০০৬৮৬৩৩. Branch ১৩০২৯, BISE Cumilla, Cumilla Ac SB savings bank account (General) সোনালী ব্যাংক লিমিটেড। Bkash- ০১৭৩৮০৯৭০৯১ (রাশেদ) দুলা ভাই। NAGAD- ০১৬৪৭১৭২৪৮৪ রাশেদ, দুলা ভাই। যে কোনো প্রয়োজনে- ০১৬৪২৯১২৭১৭.