বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

ডোমারে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক নিহত

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার

নীলফামারীর ডোমারে খুলনাগামী রকেট মেইলের সাথে ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের কাজীরহাট নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালকের নাম জানা জায়নি।

কেতকিবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু জানান, সকালে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি কাজীর হাট রেলক্রসিংয়ের সামনে আসলে সেই রেল ক্রসিং দিয়ে ইট বোঝাই একটি ট্রাক পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে ট্রাকটি দুমরে-মুচরে যায়। এ সময় ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। অপর একজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। ট্রাক চালকের নাম জানা না গেলেও তার বাড়ী নওগাঁ জেলায় বলে জানা গেছে।