বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

নওগাঁয় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ২ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি:

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২৩ আগস্ট ২০২১ সোমবার

নওগাঁয় র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গত রবিবার সন্ধ্যা ৭ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার নিয়ামতপুর উপজেলাধীন আড্ডা বাজারের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী রিভলবার, ০৫টি ওয়ান শুটারগান ও ০১ রাউন্ড গুলিসহ ০২ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেন। 

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শেখপাড়া গ্রামের  মোঃ কিবরিয়া রাজুর ছেলে মো: হৃদয় (২৭), ও একই উপজেলার হামিদপাড়া গ্রামের মো: আফাজের ছেলে মো: শিশির (২০), অস্ত্রগুলো তারা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ক্রয় করে অটোরিক্সায় করে নওগাঁ নিয়ে যাচ্ছিল এবং পরবর্তীতে অস্ত্রগুলো ট্রাকে করে নওগাঁ হতে বগুড়ায় যাবে বলে তারা স্বীকার করে।