টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার
বি এ রায়হান, গাজীপুর
প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৩ আগস্ট ২০২১ সোমবার
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে সজীব ওরফে কেরান্সি সজীব (২৪) ও বাবু ওরফে বুক-কাটা বাবু (২৬) নামে দুই ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
সোমবার ২৩ আগষ্ট গভীর রাতে টঙ্গী পশ্চিম থানাধীন মৃত্তিবাড়ি শ্মশান ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি ছোরা, ১টি হ্যাকসো ব্লেড, ১টি সেলাইরেন্স এবং হাতুড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা সজীব গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মিত্তিবাড়ি শ্মশান ঘাট এলাকার মোজাফফর হোসেনের ছেলে। অপর আসামী বাবু মুন্সিগঞ্জ জেলার সদর থানা এলাকার মাক্কা হাটি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ জানান, সোমবার গবীর রাতে মৃত্তিবাড়ি শ্মশান ঘাট এলাকায় ডাকাত দলের ৭/৮ জন সদস্য ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাৎক্ষণিকভাবে ডাকাত দলের দুই জন সদস্যকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের নামে ছিনতাই, ডাকাতি এবং দস্যুতার একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।