বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

গাজীপুরে নিষিদ্ধ নেশা জাতীয় ইনজেকশন সহ আটক ২

বি এ রায়হান, গাজীপুর

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২২ আগস্ট ২০২১ রোববার

গাজীপুরের বাসন এলাক থেকে ৬৫০ পিস নিষিদ্ধ নেশা জাতীয় ইনজেকশন (Burenophine injection) সহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাসন থানা পুলিশ।

রবিবার ২২ আগষ্ট ভোর রাতে নগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকার জনৈক শামছুল হকের বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামী এরশাদ(৩৫) রংপুরের পীরগঞ্জ থানার আদরপুর গ্রামের খাদেমুল ইসলাম ছেলে অপর আসামী সালেক(৩৮) একই এলাকার মোঃ হাকিমের ছেলে। তারা পেয়ার বাগান এলাকার
শামসুল হকের বাড়িতে ভাড়া থাকতো।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ নেশা জাতীয় ইনজেকশন (Burenophine injection) গাজীপুরের বিভিন্ন জায়গায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

বাসান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মালেক খসরু খান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।