রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

পপুলার লাইফ ইন্সুরেন্স`র বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর।

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শরীয়তপুর সদর উপজেলা নিকটস্থ দুবাই প্লাজার তৃতীয় তলায় পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর বহুমুখী বীমা প্রকল্প শাখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।গত ১৭ই আগস্ট ২০২১ বেলা এগারোটার শরীয়তপুর সদর উপজেলা সংলগ্ন দুবাই প্লাজার তৃতীয় তলায় পপুলার লাইফ ইন্সুরেন্স এর বহুমুখি প্রকল্প অফিস কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। এই দোয়া মাহফিল অনুষ্ঠানে শরীয়তপুর জেলার পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর কর্মরত প্রায় দুইশত কর্মী উপস্থিত ছিলেন।


এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে অলংকৃত করেছেন শরীয়তপুরের কৃতি সন্তান বি এম ইউসুফ আলী, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সিইও পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এবং প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম ও কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ইন্সুরান্স অ্যাসোসিয়েশন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ মোতাহার হোসেন-উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল), পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। মোঃ মাহবুবুর রহমান চুন্নু মাঝি, জেনারেল ম্যানেজার পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। সৈয়দ আবুল খায়ের-প্রকল্প ইনচার্জ, আল-আমিন বীমা প্রকল্প শরীয়তপুর। মোঃ কবির হোসেন হাওলাদার-প্রকল্প ইনচার্জ, আল-আমিন বীমা প্রকল্প, শরীয়তপুর। সাজ্জাদ মাহবুব কিশোর-কম্পানি নির্বাহী পরিচালক-উন্নয়ন প্রকল্প, মোঃ মনির হোসেন-সার্ভিসসেল ইনচার্জ একক বীমা প্রকল্প, শরীয়তপুর। সোহানুর রহমান সোহান-অতিরিক্ত প্রকল্প পরিচালক, ইনচার্জ শরীয়তপুর। আমির কোটারী-বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী।দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর কর্মরত কর্মীদের উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড কর্ণধার বিএম ইউসুফ আলী। তিনি তাঁর বক্তৃতায় বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। তিনি আরো বলেন সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সততা ছাড়া সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়না, ইজ্জত পাওয়া যায় না। ব্যবসার মূলধন হচ্ছে সততা, সততা কে হৃদয়ে ধারণ করতে হবে। পরিবারের সন্তানদের মানুষ করতে হলে সন্তানের সাথে বাবা-মার বন্ধুত্ব গড়ে তুলতে হবে। আপনারা যে কোন কাজকে কর্ম হিসেবে মূল্যায়ন করেন কর্ম আপনাদেরকে মূল্যায়ন করবে। আজকে যাকে নিয়ে মূল আলোচনা ও দোয়া মাহফিল সেই মহান নেতার সম্পর্কে দু একটি কথা বলতে চাই স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে ও ২ লক্ষ মা বোনের ইজ্জত ও সম্ভ্রমের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং ছোট্ট একটি লাল সবুজ পতাকা অর্জন করেছি। লাল সবুজ পতাকাটা ছোট্ট হলেও এই পতাকা আমাদেরকে বিশ্বের কাছে পরিচিত করে দিয়েছে।


এই লাল সবুজ পতাকা চিহ্নিত করে দিয়েছে সারা বিশ্বে রাষ্ট্রের কাছে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র আছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে  বলছি যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি তাকেই এদেশের ঘাতকরা বাঁচতে দেয়নি।১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কালো ভয়াল  রাত্রে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী পক্ষ ঘাতক-দালালরা মাসুম বাচ্চা রাসেলসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে নির্মমভাবে বুলেটের আঘাতে হত্যা করে। ওই হত্যাকারী ঘাতকদের ধিক্কার জানাই এবং থু থু দেই।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ জাকারিয়া, জেলা সমন্বয়কারী, পপুলার লাইফ ইন্সুরেন্স, শরিয়তপুর। আয়োজনে: পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড, শরীয়তপুর।