ইউএনওর বাসায় হামলা, আ.লীগ-ছাত্রলীগের নেতাসহ আটক ১৩
ইউএনও’র বাসায় হামলা
প্রকাশিত : ০৪:৫১ পিএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
বরিশাল সদর উপজেলার ইউএনও’র সরকারি বাসভবনে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১২টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।
ওসি বলেন, একটি অভিযোগ পেয়েছি আমরা। নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছি।
জানা গেছে, আটকদের মধ্যে রয়েছে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, ত্রাণ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, ছাত্রলীগের সহ-সভাপতি অলিউল্লাহ অলি, ৬ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৩ জন।
হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ওসি।
এর আগে বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন উচ্ছেদ করতে অভিযান চালায় বরিশাল সিটি করপোরেশনের কর্মীরা। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাদের অভিযান বন্ধ করে সকালে অভিযান চালাতে বলেন। কিন্তু সেটি না মেনে ইউএনও’র সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সিটি করপোরেশন কর্মী এবং আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা ইউএনও’র বাসভবনে হামলা চালান।
এ সময় ইউএনও'র নিরাপত্তায় আনসার সদস্যরা গুলি চালালে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশের সঙ্গেও হামলাকারীদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।