নারী এশিয়ান কাপে বাংলাদেশের সূচি চূড়ান্ত
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার

২০২২ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের ‘জি’ গ্রুপের সূচি প্রকাশ হয়েছে। যেখানে বাংলাদেশ দুটি ম্যাচে অংশ নেবে।
বুধবার (১৮ আগস্ট) প্রকাশিত এই অনুযায়ী ইরান ও জর্ডানের বিপক্ষে ম্যাচগুলো আগামী ১৯ ও ২২ সেপ্টেম্বর বসবে। নিরপেক্ষ ভেন্যু উজবেকিস্তানে মাঠে গড়াবে ম্যাচ দুটি।
এশিয়ান নারীদের সর্বোচ্চ আসরের বাছাইপর্বের এই ম্যাচগুলো ঘরের মাঠেই খেলার কথা ছিল লাল-সবুজদের। যদিও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তা নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়া হয়।
আট গ্রুপের বাছাইপর্ব থেকে সেরা আট দল মূল পর্বে জায়গা করে নিবে। প্রতিপক্ষ বিবেচনায় থেকে বেশ কঠিন গ্রুপেই পড়েছে সাবিনা খাতুন নেতৃত্বাধীন দলটি।
স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে ভারত। গেল আয়োজনের চ্যাম্পিয়ন জাপান ও রানার্সআপ অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থানে থাকা চীন সরাসরি অংশ নেবে।
নতুন বছরের ২০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মূল আসর মাঠে গড়াবে।
বাংলাদেশের ম্যাচের সূচি
১৯ সেপ্টেম্বর
বিকেল ৪টা
বাংলাদেশ বনাম জর্ডান
২২ সেপ্টেম্বর
বিকেল ৪টা
বাংলাদেশ বনাম ইরান