বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

ফুলপুরথানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

সেকান্দর আলী, (ময়মনসিংহ প্রতিনিধি) 

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার

ময়মনসিংহের ফুলপুরে ১৮/০৮/২০২১ ইং তারিখ বুধবার দুপুর ১২.০০ ঘটিকার সময় ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন ফুলপুর প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ। এ সময় সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, ফুলপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সাপ্তাহিক ফুলপুর সম্পাদক এবং নিউনেশন এর প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির মুকুল, ফুলপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংবাদ ফুলপুর প্রতিনিধি মোঃ নুরুল আমিন, ফুলপুর প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক আমাদের সময় ফুলপুর প্রতিনিধি মোঃ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজের ফুলপুর প্রতিনিধি এটিএম রবিউল করিম রবি, যুগ্ম সম্পাদক ভোরের কাগজের ফুলপুর প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক কালের কন্ঠ ফুলপুর প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা খান, বাংলাদেশ প্রতিদিন ফুলপুর প্রতিনিধি মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ টুডের ফুলপুর প্রতিনিধি সেকান্দর আলী, একুশে সংবাদ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান, দৈনিক জনতার ফুলপুর প্রতিনিধি সিদ্দিকুল হাসান, দৈনিক কালের আলো ফুলপুর প্রতিনিধি রাকিবুল হাসান মাহফুজ, বিজনেজ বাংলাদেশের ফুলপুর প্রতিনিধি ইয়াকুব আলীসহ ফুলপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

সাক্ষাতের শুরুতেই ওসি আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের স্বাস্থ্যের খোজখবর নেন। তিনি বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করতে পারে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন। ওসি আরো বলেন মাদক, ইভটিজিং, নারী নির্যাতনসহ সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় সাংবাদিকরা তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করলে আমরা তদন্তপূর্বক তড়িৎ ব্যবস্থা নিতে পারি। এ সময় ওসি আব্দুল্লাহ আল মামুন ফুলপুরে কর্মরত সাংবাদিকদের লেখা বিভিন্ন সংবাদেরও প্রশংসা করেন এবং সকলকে ধন্যবাদ জানান।