বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

নীলফামারীতে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৭ আগস্ট) দিবসটি উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্বরের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান। মানববন্ধনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আমিন স্বপন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোকছেদুল ইসলাম মোকছেদ, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক নাহিদ পারভেজ, ইটাখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মহিবুল হাসান চৌধুরী, ইটাখোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহানুর প্রামানিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।