টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার

অক্টোবরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আসরে মূল পর্বে ঢুকতে সাকিব-রিয়াদদের পেরোতে হবে প্রথম রাউন্ড। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। টাইগারদের সব গুলো ম্যাচ হবে ওমানে।
মঙ্গলবার সকালে আইসিসি ঘোষিত সূচি অনুযায়ী আসরের উদ্ধধনী দিনেই মাঠে মানবে টাইগাররা। ১৭ অক্টোবর সাকিব-রিয়াদরা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। পরে ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। গ্রুপ পর্বের সেরা দুই দল মূল দলে খেলার সুযোগ পাবে।