বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

কুমিল্লা কোতয়ালী থানার অভিযানে বিপুল পরিমান মাদকসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৭:০২ পিএম, ১৬ আগস্ট ২০২১ সোমবার

কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন সোমবার ভোর ৫.৪৫ ঘটিকার সময় এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ,চকবাজার পুলিশ ফাঁড়ির  পরিদর্শক কায়সার হামিদ  এর নেতৃত্বে কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর ইউপিস্থ দৌলতপুর মাজারের সামনে  পাকা রাস্তার উপর হইতে একটি ছোট  পিকআপ ভর্তি ৮০( আশি) কেজি গাঁজা সহ মোঃ রিপন (২১), পিতা হাবিবুর রহমান,সাং: একরামপুর ইস্পাহানি   (হবিরবাড়ী), থানা: বন্দর, জেলা : নারায়ণগঞ্জ এবং মোঃ রাশেদ খান, পিতা মৃত আশরাফ আলী, গ্রাম :আউলিয়াপুর ,থানা :বাকেরগঞ্জ ,জেলা: বরিশাল দ্বয় কে আটক করে মামলা দায়ের পুর্বক  বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।