শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় শোক দিবস শাহাদাত বার্ষিকী পালিত
জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ১৫ আগস্ট ২০২১ রোববার
শান্তিগঞ্জ উপজেলায় ১৫-ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট ) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে শান্তিগঞ্জ বাজার এফআইভিডিবি ট্রেনিং সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
বিষেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দীন শরিফী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিম রেজা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরে আলম সিদ্দিকী, প্রেসক্লাবের সদস্য সামউল কবির প্রমূখ। পুষ্পতবক অর্পণে ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ, থানা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ , রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন।