ডিসেম্বরের মধ্যে দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার
আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ১১ আগস্ট ২০২১ বুধবার
নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশের সকল মানুষের জন্য টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। দেশের সকল মানুষের টিকাদান নিশ্চিত করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার। গতকাল বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা প্রতিরোধ বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এমন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্ট সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
খাদ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সম্পর্কে জনসাধরণের মধ্যে সচেতনতা বেড়েছে। আর সে কারণে টিকাদান কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভিড় বেড়েছে। তবে মাস্ক পরার ব্যাপারে মানুষের মধ্যে এখনও উদাসীনতা রয়ে গেছে। অনেকে মাস্ক না পরেই বাইরে ঘোরাঘুরি করছেন, চায়ের দোকানে আড্ডা মারছেন। টিকা নেওয়ার পরও মাস্কপরা ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। এটা না করলে করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না।
সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, আগামী জানুয়ারির মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরির চেষ্টা করছে সরকার। সে জন্য শিক্ষার্থীদের অগ্রাধি কারভিত্তিতে করোনার টিকা প্রদান করা হবে। বিভিন্ন দেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকা দেশে পর্যাপ্ত পরিমানে আসতে শুরু করেছে। আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে কাজ করছে সরকার। সভায় শুরুতে করোনা বিষয়ে উপজেলার সার্বিক চিত্র তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তোফাজ্জল হোসেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল ও নাদিরা বেগম, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।