জাবি রসায়নের মেধাবী ছাত্র থেকে বোমার কারিগর জাহিদ
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১১ আগস্ট ২০২১ বুধবার
নব্য জেএমবির সদস্য ও অনলাইনে বোমা তৈরির কারিগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান ওরফে বোমা জাহিদকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। জাহিদ কাতারপ্রবাসী ফোরকান, রাজু বা ফোরকান ভাই নামে পরিচিত।
বুধবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিটিটিসির প্রধান পুলিশের উপ-মহাপরিদর্শক মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১০ আগস্ট) রাতে রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।