করোনা মোকাবিলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলো বিএটিবির পরিবেশক
লাকসাম প্রতিনিধি
প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৮ আগস্ট ২০২১ রোববার
করোনা মোকাবিলায় সরকারের টিকা কার্যক্রমকে সফল করতে ও টিকা নিবন্ধন প্রক্রিয়া নিশ্চিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো লাকসামের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের পরিবেশক মেসার্স মমিন স্টোর এর মালিক মোহাম্মদ সালাউদ্দিন সোহাগ। তার অধীনে কাজ করা ২৫ বছরের বেশি বয়সী সকল কর্মীসহ ব্যবসার সাথে সম্পর্কিত সকলকে টিকা নিবন্ধন প্রক্রিয়ায় আওতাভুক্ত করার উদ্যোগ নিয়েছেন তিনি। এরই মধ্যে তার অধীনে কাজ করা ২৫ বছরের বেশি বয়সী সকল কর্মীদের করোনা টিকা নিবন্ধন প্রক্রিয়া করেছেন সম্পন্ন করেছেন। সরকার কর্তৃক নির্ধারিত নতুন নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে, মোহাম্মদ সালাউদ্দিন সোহাগ ৭ই আগস্ট থেকে টিকা প্রক্রিয়া সম্পর্কে জনমনে সচেতনতা প্রচার করছেন এবং তার সাথে সম্পর্কিত সকল কর্মচারী এবং ব্যবসায় মালিক উভয়কেই ভ্যাকসিন গ্রহণের জন্য উৎসাহিত করছেন।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের পরিবেশক মেসার্স মমিন স্টোর এর মালিক মোহাম্মদ সালাউদ্দিন সোহাগ বলেন, করোনা মহামারীর এই সময়ে আমাদের ব্যবসায়িক বন্ধুদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা একান্তই জরুরি এবং একসাথে মিলে সুস্থ থাকলেই আমাদের সবার ব্যবসায়ীক কার্যক্রমকে আরও অনেক দূর এগিয়ে নিতে পারব বলে আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন, আমার অধীনস্থ সকল কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছি এছাড়াও আমাদের সকল ব্যবসায়িক বন্ধুদের টিকা নিবন্ধন প্রক্রিয়া শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।