শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

মেলান্দহ কোভিট ১৯ ভ্যাকসিনেশন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শারমিন আক্তার, জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৩ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

আজ মেলান্দহ উপজেলায় কোভিট ১৯ ভ্যাকসিনেশন সম্পর্কে আলোচনা ও পরিকল্পনা সভা মেলান্দহ সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত হয়।

এ গুরুত্বপূর্ণ পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ঞিনিয়ার মোঃ কামরুজ্জামান উপজেলা চেয়ারম্যান,মেলান্দহ উপজেলা পরিষদ ও সহ সভাপতি বাংলাদেশ আ'লীগ, জামালপুর জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, সভাপতি ,বাংলাদেশ আ'লীগ মেলান্দহ উপজেলা শাখা ও চেয়ারম্যান ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ।


আরোও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ইউনুছ আলী, ভাইস-চেয়ারম্যান,মেলান্দহ উপজেলা পরিষদ ও সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ আ'লীগ মেলান্দহ শহর শাখা।
মোছাঃ জেসমিন আখতার, মহিলা ভাইস চেয়ারম্যান,মেলান্দহ উপজেলা পরিষদ ও সভাপতি, বাংলাদেশ মহিলা আ'লীগ, মেলান্দহ উপজেলা শাখা।
এছাড়াও এ পরিকল্পনা সভায় মেলান্দহ উপজেলার অন্তর্গত প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন এবং মেলান্দহ হাসপাতাল কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ পরিকল্পনা সভায় অতি গুরুত্বপূর্ণতা বজায় রেখে আলোচনা হয় কোরোনা মহামারী থেকে কিভাবে মুক্তি লাভ হয় এবং উপজেলা থেকে শুরু করে প্রতিটি  ইউনিয়ন,, ওয়ার্ড পর্যায়ে যেনো কেউ ভ্যাকসিনেশনের আওতা থেকে বন্ঞ্চিত না হয় এই বিষয়ে জোরদার আলোচনা হয়।

এ গুরুত্বপূর্ণ পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মহোদয় বলেন, আমার এই মেলান্দহ উপজেলার অন্তর্গত প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যারা ভ্যাকসিনেশনের আওতায় পড়বে তাদের কোভিট ১৯ এর ভ্যাকসিন নিশ্চিত করার জন্য আমি সার্বিক সহযোগিতা করবো জোড়ালো ভাবে এই কার্যক্রম সম্পন্ন করবো।
সেই সাথে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার জন্য আমি সব সময় তৎপরতার সহিত কাজ করে এসেছি এবং ভবিষ্যত জীবনেও এই তৎপরতা বজায় রাখবো ইনশাআল্লাহ।