লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০২:০২ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
চলমান লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৫ আগস্ট) লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চলমান বিধি নিষেধ ৫ আগস্ট থেকে বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে পূর্বের সকল বিধি নিষেধ বলবৎ থাকবে।
তবে সকল ধরনের শিল্প ও কল-কারখানা নতুনভাবে ঘোষিত লকডাউনের বাইরে থাকবে। অর্থাৎ শিল্প ও কল-কারখানা চালু থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচল করবে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। সেই বিধিনিষেধের মেয়াদ বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলে দিয়েছে সরকার। বন্ধ রয়েছে দোকানপাট ও শপিংমল। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের বাইরে বের হওয়াও নিষেধ।