র্যাবের অভিযানে পঞ্চগড় থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত : ০৮:০২ পিএম, ৩ আগস্ট ২০২১ মঙ্গলবার
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অভিযান পরিচালনা করে ২কেজি ৯৫০গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২ আগস্ট) নীলফামারী র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর একটি টিম বোদা উপজেলার মারেয়া বামন হাট সেতনাই নালার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন (৫০)কে গাঁজা সহ গ্রেফতার করে। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে এ তথ্য জানান নীলফামারী র্যাব-১৩, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মুন্না বিশ্বাস।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে বোদা থানায় একটি মাদক মামলা রুজু করে থানায় হস্তান্তর করেছে। এছাড়া তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের ধরতে গোপন অনুসন্ধান চলছে।