শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

মাগুরায় দরিদ্রদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ০২:১৯ পিএম, ৩ আগস্ট ২০২১ মঙ্গলবার

আল আরাফাহ ইসলামী ব্যাংক মাগুরা শাখার উদ্যোগে অসহায় দরিদ্রদের মধ্যে  খাদ্য ও  স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ২ আগষ্ট বিকালে আল আরাফাহ ইসলামী ব্যাংক মাগুরা শাখা অফিসে চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএস আর) থেকে বিশেষ সিএসআর কার্যক্রমের আওতায় খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী  বিতরণ করা হয়।
আল আরাফাহ ইসলামী ব্যাংক মাগুরা শাখার এভিপি ও শাখা প্রধান মোঃ আবুল হাসান এর সভাপতিত্বে এই খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের বিশেষ গ্রাহক আমজাদ হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন এসপিও ও ম্যানেজার অপারেশন্স মো: নজরুল ইসলাম সহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীরা।
ব্যাংকের ম্যানেজার জনাব আবুল হাসান এর সংক্ষিপ্ত আলোচনা শেষে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্রদের মাঝে  ত্রাণ সামগ্রী  বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে, চাল১০ কেজি, সয়াবিনতেল ২ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৩ কেজি, লবন ১ কেজি ,১০০ টাকার প্যাকেজিং  , মাক্স ১০ টি, সাবান ৪টি প্রভৃতি।
খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতি আল-আরাফাহ ইসলামী ব্যাংক মাগুরা শাখা প্রধান মোঃ আবুল হাসান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আজকের এই ত্রাণ বিতরণ করা হলেও আল-আরাফাহ ইসলামী ব্যাংক  প্রতিষ্ঠা লগ্ন থেকেই যেকোনো দূর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তিনি আরো ও বলেন, বৈশ্যিক সমস্যা করোনা মহামারীতে অসংখ্য মানুষ যখন বেকারত্ব এমন সময়ে অসহায় মানুষের খাদ্য সহায়তা করতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক  লিমিটেড যে উদ্যোগ নিয়েছে তা মানবতার কল্যাণে ইতিহাস হয়ে থাকবে। এ দূর্যোগে তিনি অন্যান্য ব্যাংকসহ সমাজের বিত্তবানদের করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহবান জানান।