ঘোষেরপাড়া ইউনিয়নে নৌকার মাঝি হতে চান সাবেক ছাত্রলীগ নেতা লিটু
শারমিন আক্তার, জামালপুর প্রতিনিধি
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৪ জুলাই ২০২১ রোববার
জামালপুর জেলার মেলান্দহ উপজেলাধীন ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম লিটু বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে, সেই সুবাদে সাইদুল ইসলাম লিটু বলেন, আমি ১৯৮৬ সাল থেকে অদ্যাবধি বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে আমার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছি, এখনও করি ভবিষ্যতেও করবো।
পাশাপাশি ঘোষেরপাড়া ইউনিয়নের মানুষের কল্যাণে, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, করোনা ভাইরাস সহ সকল বিপদে-আপদে পাশে ছিলাম আছি থাকব ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমার পরিবার থেকে আমরা রক্তমাংসে গড়া আওয়ামী লীগ। সেই সুবাদে দল যদি আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা মনোয়ন দেয়, তাহলে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।
এক প্রশ্নের জবাবে সাইদুল ইসলাম লিটু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলার যুবকন্ঠ ও আধুনিক জামালপুর বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা আলহাজ্ব মির্জা আজম এমপি মহোদয়ের আশীর্বাদ নিয়ে আমি ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চাই। তিনি ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আসুন সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে প্রধানমন্ত্রীর অন্যতম নির্বাচনী ইশতেহার "গ্রামকে শহর গড়ার' প্রচেষ্টায় আমরা সকলে আত্মনিয়োগ করি।
ঘোষেরপাড়া ইউনিয়ন বাসীর মাঝে একটু শান্তি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমি নিরলস কাজ করে যাচ্ছি।আমি চাই ঘোষেরপাড়া ইউনিয়নের নিরন্ন অসহায় মানুষ দু'বেলা দু'মুঠো পেট ভরে ভাত খাক, প্রাণ খুলে হাসি মুখে বসবাস করুক।
আমার অতীত রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা বিশ্লেষণ করে ইউনিয়ন, উপজেলা,জেলা আওয়ামীলীগ এবং আমাদের স্থানীয় সাংসদ আধুনিক জামালপুর উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি মহোদয় এর মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনা আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা নৌকা উপহার দেবেন বলে আমি আশা রাখি ইনশাআল্লাহ।