কুমিল্লায় সাড়ে আট কোটি টাকার মাদক উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২১ জুন ২০২১ সোমবার
কুমিল্লায় জেলা পুলিশের অভিযানে সাড়ে পাঁচ মাসে আড়ে আট কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। টিম কুমিল্লার এ অভিযানে মোট ৩ টন (৩ হাজার কেজি) গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজল হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, গত সাড়ে পাঁচ মাসে তিন টন গাঁজা ছাড়াও ১ লাখ ১৫ হাজার ৪১২ পিস ইয়াবা, ৮ হাজার ৫২৫ বোতল ফেন্সিডিল, ৩৯৬ লিটার দেশীয় মদ, ২৩২ বোতল হুইস্কি, ৪২৪ বোতল বিয়ার, ৩৩৫ বোতল বিদেশি মদ, ২হাজার ১১০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য ৮ কোটি ৭২ লাখ ৮৫ হাজার ১০০ টাকা। এই সময়ের মধ্যে মাদকের কারবার ও সেবনে জড়িত থাকার অপরাধে ১ হাজার ৬১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক সাড়ে আট কোটি টাকা বলে জানান তিনি।