সেই রায়হান ছাত্রলীগ ও ছাত্রদলের পদ হারালেন
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাত্রলীগ ও ছাত্রদলের উভয় পদ হারালেন মোহাম্মদ রায়হান রনি। শনিবার (১৯ জুন) জেলা ছাত্রলীগ ও জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাকে সংগঠন থেকে অব্যাহতি ও বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
অভিযুক্ত মো. রায়হান রনি (২৩) আলফাডাঙ্গা পৌরসভার বাসিন্দা। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেন। অভিযোগ উঠেছিল, তিনি উপজেলার পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে থেকেই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হন।
জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রায়হান রনিকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের কারণে তাকে অব্যাহতি দেয়া হয়।
এদিকে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও নীতি–আদর্শ লঙ্ঘনের দায়ে রায়হান রনিকে ছাত্রদল আলফাডাঙ্গা পৌরসভা কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে রায়হান রনি বলেন, আমি আজীবন ছাত্রলীগ করি। ছাত্রদল কোনো দিন করিনি। ছাত্রলীগের ও ছাত্রদলের রায়হান রনি একই ব্যক্তি নন। দু’জন আলাদা ব্যক্তি। তবে আলাদা ব্যক্তি ছাত্রদলের রায়হান রনি নামের কাউকে তিনি চেনেন না। বাড়ি কোথায় তাও জানেন না।
তিনি আরও বলেন, কোনো প্রকার তদন্ত না করে আর সত্যতা না পেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা আমার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
উল্লেখ্য, আলফাডাঙ্গা উপজেলা সদরের বাসিন্দা রায়হান রনি গত জানুয়ারি মাসে অনুমোদিত আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহ্বায়কের পদ পান। গত জানুয়ারিতে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান স্বাক্ষরিত ২১ সদস্যবিশিষ্ট আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক পদে রায়হান রনির নাম দেখা যায়।
এদিকে গত ১২ জুন আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ হিসেবে রয়েছে মোহাম্মদ রায়হান রনির নাম। একই নাম একই বানান। এক জায়গায় নামের আগে মোহাম্মদ লেখা অন্য জায়গায় কিছুই লেখা নেই।