বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১১ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার

সরকারের দূর্নীতি, অযোগ্যতা, উদাসীনতায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ভ্যাকসিন সংগ্রহ, বিতরণের বিষয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। বারবার বলা হলেও তারা জনগণের সামনে কোন স্পষ্ট রোডম্যাপ প্রদান করতে পারেনি।’ তাই দলটির হয়ে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি।

তিনি বলেন, চুক্তিকৃত ভ্যাকসিন সংগ্রহ করতে না পারা, বিকল্প উৎসের সন্ধান না করা, দীর্ঘ মেয়াদী সমাধানের জন্য ভ্যাকসিন উৎপাদনের কোন উদ্যোগ নিতে না পারা তাদের দূর্নীতি ও অযোগ্যতার জন্য সার্বিক ব্যর্থতায় পরিণত হয়েছে এবং সমগ্র জাতিকে আজ বিপন্ন করেছে। বারবার বলা হলেও তারা জনগণের সামনে কোন স্পষ্ট রোডম্যাপ প্রদান করতে পারেনি। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবং মন্ত্রণালয় ও অধিদপ্তর দুর্নীতিতে যুক্ত কর্মকর্তাদের অপসারণ ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

সোমবার (১৪ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার (১২ জুন) বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ফখরুল বলেন, সভায় দলের মহাসচিব দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন। দেশনেত্রীর শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তাঁর আশু রোগমুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করা হয়।

তিনি বলেন, ‘সভায় জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যাবলীর কতৃত্ব নির্বাচন কমিশন হতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ার সংবাদ যা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যাবলী নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত হয়েছে। নির্বাচন কমিশনে যারা কমিশনের দায়িত্ব পালন করছেন তারা নির্বাচনের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলেও কমিশন সংবিধান অনুযায়ী একটি স্বাধীন প্রতিষ্ঠান। স্বাভাবিক নিয়ম অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করার কথা। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সরকারের অধীনে মন্ত্রণালয়। বিগত এক যুগের অভিজ্ঞতায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই অনির্বাচিত সরকারের ক্রীড়নক হিসাবে কাজ করছে এবং নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করেছে আইশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কর্তৃত্ব হস্তান্তর করা হলে তা স্বাধীন নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নূন্যতম সম্ভাবনাটুকুও বিনষ্ট করবে। সভা মনে করে এই ধরনের সিদ্ধান্তহীন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়িত হলে তা ভবিষ্যতে গণতন্ত্রের নূন্যতম পরিসরকেও ধ্বংস করবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে চিরতরে ধ্বংস করবে। সভা অবিলম্বে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। অন্যথায় এর নেতিবাচক প্রভাবের জন্য সরকারকেই সকল দায় দায়িত্ব গ্রহণ করতে হবে।