দুই যুগ পর মধুখালী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন
মোঃ আরাফাত হোসেন রাজিব, মধুখালী প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ১২ জুন ২০২১ শনিবার

আজ শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ ২৩ বছর পর কমিটি গঠন হওয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। রবিনকে সভাপতি ও অনিককে সাধারণ সম্পাদক করে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগ স্বাক্ষরিত কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি নাজমুল হুসাইন নাজমুল, মিলন খান, আব্দুল্লাহ শরিফ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুরাদ বিশ্বাস, মির্জা আবুল হোসেন দিশান, আল আমিন রাব্বি, মোঃ নাজমুল হোসেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাজিব সাহা, মোঃ মাহি, ফরিদ মোল্যা, মির্জা জাহিদ হাসান মন। এছাড়াও পৌর ছাত্রলীগের সভাপতি হয়েছেন রাকিবুল ইসলাম পাপ্পু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু।
সংগঠনের নেতারা বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে একত্রিত হয়ে বিজয় মিছিল সহকারে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।সংগঠনের নেতারা নতুন কমিটি ঘোষণার কুশিলব হিসেবে ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ এবং আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।