নওগাঁয় ৪০ কেজি গাঁজা ও ট্রাকসহ আটক-২
আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার
নওগাঁয় ৪০ কেজি গাঁজা ও ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ৯টায় শহরের অভিজাত হোটেল মল্লিকা ইন-এর সামনে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানার নেতৃত্বে র্যাবের টহলদল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামের মৃত: ছানারুল্লাহ’র ছেলে চালক খোরশেদ আলম (৪৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মোহনপুর গ্রামের মৃত: খালেক মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৮)। রাবের-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা বলেন, হবিগঞ্জ থেকে (ঝিনাইদহ-ট-০২-০১৮৩) একটি খালি ট্রাক নওগাঁর দিকে আসছিলো। গোপন সংবাদে নওগাঁ-বগুড়া সড়কে নওগাঁ শহরের অভিজাত হোটেল মল্লিকা ইন-এর সামনে থেকে ট্রাকটি থামিয়ে তল্লাসী করা হয়। এ সময় ট্রাকের উপর পলেথিন দিয়ে ঢেকে রাখা প্লাস্টিকের চারটি বস্তা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারসহ চালক ও তার সহযোগীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।