বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১১ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

নীলফামারীতে কৃষকলীগের আলোচনা সভা

মোঃ নাঈম শাহ্, নীলফামারী

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৯ মে ২০২১ শনিবার

বাংলাদেশ কৃষকলীগ নীলফামারী জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মে) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ইয়াহিয়া আবিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য  কৃষিবিদ লুৎফুল বারি। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এ্যাডঃ আজহারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক সফিয়ার রহমান, যুগ্ম-আহবায়ক হেদায়েত আলী শাহ ফকির সহ জেলা কৃষকলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা। 

আলোচনা সভায় কৃষকলীগের নেতাকর্মীদের সুষ্ঠুভাবে সম্মেলন আয়োজন করার জন্য নানা দিক নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় নেতাকর্মীরা।