লাকসাম নাট্য জংশনের ‘সুনাই কইন্যার পালা’ মঞ্চায়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

লাকসামের সৃজনশীল তরুণদের সাংস্কৃতিক সংগঠন ‘লাকসাম নাট্যজংশন’ এর ৪র্থ প্রযোজনা ‘সুনাই কইন্যার পালা’ নাটকটি মঞ্চায়িত হয়েছে। গতকাল লাকসাম এ মালেক ইন্সটিটিউশন (রেলওয়ে হাইস্কুল) প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাট্যকার এস এম সোলায়মান রচিত নাটকটি ১ম মঞ্চায়ন করে লাকসাম নাট্যজংশনন এর উদীয়মান শিল্পীরা।
নাট্যশিল্পী গোলাম মাহবুব ছোবহানী রুবেলের সার্বিক নির্দেশনায় নাটকটিতে সুনাই চরিত্রে ক্রমাগতিক অভিনয় করেন মীম আক্তার কলি ও জান্নাতুল ফেরদাউস নুপুর। এতে অন্যান্য চরিত্রে ছিলেন কামরুল হাসান, তনুশ্রী দেবনাথ, সুমামা তারান্নুম স্নেহা, বরকত উল্লাহ হৃদয়, তৃষা দেবনাথ, হৃদয় চন্দ্র দাস, সাব্বির আহমেদ তামিম, জিকরুর রহমান নাঈম, তানভীর হাসান রাজ ও তাইমুন আহমেদ রাকীব। নাটকের নেপথ্যে ছিলেন দোলন সাহা, নুশরাত জাহান ঝুমুর ও মারজাহান আক্তার মুনমুন।
একই অনুষ্ঠানে লাকসাম নাট্যজংশন এর ২য় প্রযোজনা এসএম সোলাইমান রচিত ‘খ্যাপা পাগলার প্যাচাল’ নাটকটিও ৫ম বারের মত মঞ্চায়ন করা হয়। এতে খ্যাপা চরিত্রে গোলাম মাহবুব ছোবহানী রুবেল এবং অন্যান্য চরিত্রে আরিফুর রহমান, হৃদয় চন্দ্র দাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা তাদের অনবদ্য অভিনয় পরিবেশন করেন।
প্রফেসর মোজাম্মেল হোসেন পেয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র প্রফেসর আবুল খায়ের, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন ননী, সাপ্তাহিক লাকসাম এর নির্বাহী সম্পাদক নুরুদ্দীন জালাল আজাদ, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবু হানিফ, ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল কাদের শাহীন প্রমুখ।