করোনায় মারা গেলেন সাংবাদিক শফিউজ্জামান খান লোদী
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রোববার

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক ও চলচ্চিত্র কর্মী শফিউজ্জামান খান লোদী।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নির্মাতা এস এ হক অলিক ও সিনিয়র সাংবাদিক লিটন এরশাদ।
শফিউজ্জামান খান লোদী চ্যানেল আইয়ে প্রচারিত চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘আমার ছবি’ উপস্থাপনা করতেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সদস্য ছিলেন।
করোনায় আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর অবস্থার অবনতি হলে তাকে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করানো হয়।
সেখানে গত চার দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।