তিতাসে অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশিত : ০১:২০ পিএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার

কুমিল্লার তিতাসের উত্তর বলরামপুর গ্রামের হোসনেআরা ও রুপালী আক্তারের অসামাজিক ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে শুক্রবার বেলা ১১টায় উত্তর বলরামপুর গ্রামের মাদ্রাসা মাঠে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র রমজান মাসে উত্তর বলরামপুর গ্রামের হোসনেআরা ও রুপালী আক্তারের দীর্ঘদিনের অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবীতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন, বলরামপুর গ্রামের মিজানুর রহমান মাষ্টার, মো. হোসেন সওদাগর, আব্দুল জলিল, আমেনা বেগম, মামুন ভুঁইয়া, আব্দুল হান্নান সওদাগর প্রমূখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ তুলেন, হোসনেআরা ও রুপালী আক্তারের বিভিন্ন অপকর্ম ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করতে গেলে এলাকার মানুষের বিরুদ্ধে কুৎসা রটায় এবং বিভিন্ন হুমকি ধামকি দেয়।