ভালুকায় দ্বিতীয় ধাপে করোনা মোকাবেলায় মাস্ক বিতরণ
প্রকাশিত : ০৫:২৭ পিএম, ২১ মার্চ ২০২১ রোববার

আশিকুর রহমান শ্রাবণ ভালুকা প্রতিনিধি- করোনা দ্বিতীয় ঢেউ (ধাপে) মোকাবেলায় ময়মনসিংহের ভালুকায় মাস্ক বিতরণ করা হয়েছে । রবিবার (২১মার্চ) সকালে মডেল থানা পুলিশের আয়োজনে স্থানীয় স্মৃতিসৌধের সামনে মাস্ক বিতরণে উদ্বোধন করেন সংসদ সসদ্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
মডেল থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলামের সভাপতিত্বে করোনা মোকাবেলায় সচেতনতামুল বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহম্মেদ, পৌর আওয়ামলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান, ইউপি চেয়ারম্যান বজলুর রহমান তালুকদার, শাহ আলম তরফদার, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব, জেলা স্বেচ্ছা-সেবকলীগ উপ-স্থানীয় সরকার, পল্লি উন্নয় ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সৌমিক চক্রবর্তি নিপুন, মাজেদুল হক রুবেল প্রমূখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।