সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

পৃথিবী থেকে বড় পাথুরে গ্রহের সন্ধান

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ১২:০৫ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

আমাদের সৌরজগত থেকে ২৬ আলোকবর্ষ দূরে নতুন এক গ্রহের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে ‘Gliese 486b।’ পৃথিবী থেকে এর আয়তন ২.৮ গুণ বড়। এই গ্রহ অত্যন্ত উষ্ণ। কারণ নিজেদের সৌরজগতের মূল নক্ষত্রের খুব কাছেই এর অবস্থান।

‘Gliese 486b’ গ্রহটি নিজেদের সৌরজগতের মূল নক্ষত্রকে দেড়দিনে একবার প্রদক্ষিণ করে, এতটাই কাছে অবস্থিত এটি। ফলে অত্যধিক উষ্ণ এর বায়ুমন্ডল।

এই গ্রহে বিভিন্ন গ্যাসের সমাহারে তৈরি। তবে অত্যন্ত পর্বতসঙ্কুল হওয়ায় Gliese 486b গ্রহটিকে খুব বেশি নিরীক্ষণ করা সম্ভব হয়নি। এর ভর পৃথিবী থেকে ২.৮ গুণ বেশি। নিজেদের নক্ষত্র থেকে এই গ্রহের দূরত্ব মাত্র ২.৫ কিলোমিটার।

বিজ্ঞানীদের গবেষণার মূল লক্ষ্যে রয়েছে এই গ্রহের বায়ুমন্ডলের গ্যাসের সমাহার চিহ্নিত করা। নেক্সট জেনারেশন টেলিস্কোপের সাহায্যে এটিকে পর্যবেক্ষণ করা যাবে।