সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

ভাসমান হাসপাতাল জীবন তরীর সেবা পেতে যাচ্ছে ঝালকাঠি বাসি

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার

 


ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সুগন্ধা নদীর ডিসি পার্কের তীরে নোঙ্গর করছে ভাসমান হাসপাতাল জীবন তরী। ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’ এখন ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে অবস্থান করবে, ঝালকাঠি জেলার মানুষদের  নাম মাত্র ফি-তে চিকিৎসা প্রধান করা হবে। এটিতে নাক, কান, গলা ও চক্ষু চিকিৎসা ও বিশেষজ্ঞ সার্জন দিয়ে অস্ত্রোপচার এবং হাড়জোড়া, হাড়ভাঙা,পঙ্গু, জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের চিকিৎসা, প্লাস্টিক সার্জারিসহ অন্যান্য চিকিৎসাসেবা দেওয়া হবে।


খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি সংস্থা ইমপ্যাক্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পরিচালনাধীন হাসপাতালটি ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে নোঙ্গর ফেলে গত ২৬ ফেব্রুয়ারি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটি ১২ শয্যার। চিকিৎসক তিনজন। এর মধ্যে একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞ, একজন চোখের, একজন অর্থোপেডিকসের। চারজন নার্স, দুজন কর্মকর্তাসহ মোট ৩৫ জন জনবল আছে হাসপাতালে। মুমূর্ষু রোগীদের আনা-নেওয়ার জন্য স্পিডবোট আছে দুটি। এখানে নিয়মিত এক্স-রে, রক্তসহ বেশ কয়েকটি পরীক্ষা করার ব্যবস্থা আছে। হাসপাতালটি ঝালকাঠিতে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম চালু করবেন ৬ই মার্চ থেকে টানা তিন মাস, তবে রোগীর সংখ্যা বেশী হলে ভাসমান হাসপাতালটি ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত থাকবেন বলে জানা গেছে।