বিক্রির শীর্ষে মোহাম্মদ অংকন-এর ‘দুষ্টুদেরও বুদ্ধি আছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

চট্টগ্রাম বইমেলায় পাপড়ি প্রকাশের স্টলে বিক্রির শীর্ষে আছে মোহাম্মদ অংকন-এর শিশুতোষ গল্পগ্রন্থ ‘দুষ্টুদেরও বুদ্ধি আছে’। প্রকাশনীর স্বত্বাধিকারী কামরুল আলম তথ্যটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে অসংখ্য পাঠক অভিনন্দন জ্ঞাপন করেন। চট্টগ্রামে অনুষ্ঠিত বিশ দিনব্যাপী শুরু হওয়া বইমেলায় বইটি পাপড়ি প্রকাশের ৪৩ নং স্টলে পাওয়া যাচ্ছে।
প্রকাশক কামরুল আলম জানান, ‘চট্টগ্রাম বইমেলায় ‘দুষ্টুদেরও বুদ্ধি আছে’ বইটি দিয়ে পাপড়ি প্রকাশের স্টলের বিক্রি উদ্বোধন করা হয়। মুহূর্তেই অসংখ্য ক্রেতা বইটি সংগ্রহ করেন।’
প্রত্যক্ষদর্শী তরুণ কবি মাহবুব এ রহমান জানান, ‘পাপড়ি স্টল উদ্বোধনের সময় আমি উপস্থিত ছিলাম। বাচ্চাদের জন্য বইয়ের নামটা অনেক আকর্ষণীয় হয়েছে। মুহূর্তে অনেকগুলো বই বিক্রি করতে দেখেছি।’
ইতোমধ্যে বইটি ঢাকায় অনুষ্ঠিত অমর একুশে গ্রন্থমেলায় ব্যাপক সাড়া ফেলেছে। সোহারাওয়ার্দী উদ্যানের শিশু চত্বরে বইটি সপ্তডিঙার ৬৭৮ নং স্টল ও পাতা প্রকাশনীর ৪৪২ নং স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া বইটি খুলনা বইমেলায় পাপড়ি প্রকাশের ১১ নং স্টলে পাওয়া যাচ্ছে। কয়েক দিনের মধ্যে বইটি অনলাইনে রকমারি ডট কমে পাওয়া যাবে বলে প্রকাশক কামরুল আলম জানান।
‘দুষ্টুদেরও বুদ্ধি আছে’ মোহাম্মদ অংকন এর প্রথম শিশুতোষ গল্পগ্রন্থ। লেখক জানান, ‘শিশুদের মনন বিকাশে বইটি সহায়ক হবে। বইটি বিক্রির শীর্ষে রয়েছে জেনে বড়ই ভাল লাগছে।’