মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

জেএমআই থেকে সাড়ে ১০ কোটি সিরিঞ্জ কিনছে স্বাস্থ্য অধিদপ্তর

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ১০:০৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

 


করোনাভাইরাসের টিকা প্রয়োগের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডকে তিন কোটি ৩০ লাখ পিস অটো ডিজেবল সিরিঞ্জের ক্রয়াদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পাশাপাশি সরকারের নিয়মিত টিকাদান কর্মসূচির (ইপিআই) জন্য সাত কোটি ১০ লাখ পিস সিরিঞ্জের ক্রয়াদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির ২২০তম পরিচালনা পর্ষদ সভায় এ বিষয়টি জানানো হয়। সভা শেষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেএমআই কর্তৃপক্ষ।